Met Office Warns Storm Erin Could Disrupt UK Weather with Heavy Rain and Strong Winds.
কি? সম্ভব?
হ্যাঁ।
কিভাবে?
পড়ার টেবিলে, বই-খাতা সামনে নিয়ে, হাতে ফোন নিয়ে বসে ফেইসবুক চালাচ্ছো বা চ্যাটিং করছো বা অনলাইনে যেকোনো কাজ করছো। একটু পড়ছো আর একটু ফোন দেখছো।
হচ্ছে না?
হ্যাঁ, হচ্ছে তো।
কিন্তু....?
কিন্তু, তুমি আসলে কি পড়ছো, সেটা বুঝতেছো না।
রাইট?
হ্যাঁ, রাইট।
মানে,কার্যকরী পড়াশোনা হচ্ছে না।
কিন্তু, আমি তো ফোন ছাড়া থাকতে পারিনা/ ফোন কাছে না রাখলে পড়াশোনা করতে পারিনা/ভালো লাগে না।
পারো, পারবে। তুমি চেষ্টা করোনি। তাই পারছো না।চেষ্টা করলেই পারবে। চেষ্টা করেই দেখ।
পরিক্ষার সময় ফোন ছাড়া থাকতে পারোনা?
অবশ্যই পারো। তাহলে পড়ার সময় কেন পারবে না.?
কারণ, কোন সময়ে কোন কাজটা করা বেশি গুরুত্বপূর্ণ, সেটা বোঝনি। সময়ের গুরুত্ব বোঝনি। তাই পারছো না।
ফোন চালানো আর পড়াশোনা একসাথে করা সম্ভব।
সম্ভব? হ্যাঁ।
কিন্তু, কিভাবে?
হ্যাঁ, সম্ভব। তবে, একই সময়ে দুইটা করা যাবে না।
মানে?
মানে হলো, তুমি যখন পড়বা, তখন ফোন চালাইতে পারবা না। আবার যখন ফোন চালাইবা, তখন পড়তে পারবা না।
এজন্য তোমাকে রুটিন মেইনটেইন করতে হবে।
কেমন?
মনে করো, সকাল ৭-৯ টা তোমার পড়ার সময়। এই সময়ে পড়া ছাড়া আর অন্য কিছু করতে পারবা না। ফোন সাইলেন্ট করে, হাতের আশপাশ থেকে দূরে রাখতে হবে।
৯-৯:৩০ টা। এই ৩০ মিনিট তুমি ফোন চালানো, খাওয়া যা ইচ্ছে করতে পারবা।
আবার,
১০-১২ টা, পড়ার সময়। এই সময়ে পড়া ছাড়া অন্য কিছু করতে পারবা না। ফোন নিতে পারবা না।
১২-২ টা। এই দুই ঘন্টায় গোসল, খাওয়া, নামাজসহ তোমার যা করার দরকার করে নিবে। এই সময়ে ফোন চালাইতে পারবা।
আবার, ২-৪ টা, পড়ার সময়। এই সময়েও পড়া ছাড়া অন্য কিছু করতে পারবা না।
বুঝতে পারছো, ফোন চালানো আর পড়াশোনা একসাথে করতে হয় কিভাবে?
এভাবে দুইটা একসাথে করতে পারবে, কিন্তু, একইসময় করতে পারবে না।
এভাবে পড়ার রুটিন করে পড়তে পারো। তাহলে পড়াশোনা + অন্যান্য সব কাজই সম্ভব।
বুঝাইতে পারছি?
কমেন্টে জানাতে পারো।
শুভকামনা।
Comments
Post a Comment