Met Office Warns Storm Erin Could Disrupt UK Weather with Heavy Rain and Strong Winds.
জীবনে প্রচুর বই পড়বেন!!! প্রচুর মানে প্রচুর! বই পড়ার অভ্যাস না থাকলেও অভ্যাস গড়ে তুলেন৷ একজন লেখক একটা বই লেখতে মিনিমাম একবছর থেকে ম্যাক্সিমাম একজনম সময় লাগিয়ে লেখে। আর আপনি দুই-পাঁচ ঘন্টা পড়েই তা জেনে যাচ্ছেন!!! এখন মনে করুন, আপনি ১০০ টা বই পড়লেন তো মিনিমাম আপনার মধ্যে ১০০ বছরের অভিজ্ঞতা সঞ্চয় করা আছে! বিষয়টা কি অদ্ভুত লাগে, তাই না ভাইয়া!!! জীবনে বই হচ্ছে একমাত্র জিনিস যেটি আপনাকে একজন বিশ্বস্ত বন্ধুর মত আপনার জীবনের প্রতিটা স্তরে পরামর্শ দিবে , চিন্তা করতে , ধৈর্য ধরতে এবং অভিজ্ঞতা শেখাবে। পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ বন্ধু হচ্ছে বই, বই এবং বইইইই।
প্রেমিক/প্রেমিকা হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু বইয়ের প্রেমে একবার পড়ে গেলে এই বই আপনাকে কখনো ছাড়বে না। বিশ্বাস না হলে কোরায় বা আশেপাশে যারা বইপড়ুয়া আছে তাদের জিজ্ঞেস করে দেখিয়েন।
০২) পড়াশোনার পাশাপাশি প্রেম নামক পার্ট-টাইম বা ফুল-টাইম জবটা হাতে নিবেন না। নিবেন না মানে কখনো না। আমার জানামতে যতজন ছাত্রজীবনে প্রেম করেছে অধিকাংশ জীবনকে নিয়ে স্বাভাবিক জীবন থেকে হারিয়ে গেছে।
যদি আবেগে করে প্রেমে জড়িয়ে পড়েন তাহলে ফিরে আসুন।।।। ফিরে আসুন মানে এখনি আসুন!!! ছাত্রজীবনে পড়াশোনা বাদদিয়ে প্রেম আবার কিসের রে ভাই??
আপনি আপনার ডাক্তার,ইঞ্জিনিয়ার, মাস্টার বা অন্য সেক্টরে যাওয়ার সপ্ন দেখে থাকলে সেটার পিছনে প্রচুর সময় দিন।।। আপনার কাছে আপনার সপ্ন এবং আপনার ভবিষ্যতের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আবার বলছি স্টুডেন্ট লাইফে প্রেম করে নিজের জীবনরে ধ্বংস করিবেন না। আর যদি প্রেম করেন তাহলে দিনশেষে আপনি আপনার প্রিয় মানুষ হারাবেন তার পাশাপাশি সুন্দর জীবনটাও হারাবেন। তো পড়াশোনায় মনোযোগ দেন এবং প্রচুর জ্ঞানার্জন করেন। (কোরায় যাদের ছাত্রজীবনে প্রেম করেছেন আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত কোরামিত্রদের অনেক সাহায্য করবে।)
দেখো অবস্থা, মাত্র দুইটা উপদেশ দিতে গিয়ে এত বকবক করে ফেললাম।
Comments
Post a Comment