ইয়াজুজ -মাজুজ: কোন প্রাচীরের আড়ালে বন্দী? এক রহস্যময় কাহিনী।

Image
ইয়াজুজ -মাজুজ: কোন প্রাচীরের আড়ালে বন্দী? এক রহস্যময় কাহিনী কখনো ভেবেছেন, এই বিশাল পৃথিবীর কোথাও এমন এক জাতি লুকিয়ে আছে, যারা একদিন বেরিয়ে এসে পৃথিবীকে কাঁপিয়ে দেবে? আজ থেকে হাজার বছর আগে তাদেরকে এমন এক প্রাচীরের আড়ালে বন্দী করা হয়েছিল, যেখান থেকে তারা আজও বের হতে পারেনি। প্রশ্ন জাগে—এই প্রাচীর কোথায়? কিভাবে বানানো হয়েছিল? আর এর ভেতর লুকিয়ে আছে আমাদের জন্য কী শিক্ষার বার্তা? ইয়াজুজ-মাজুজ কারা? ইয়াজুজ-মাজুজ এমন এক জাতি যাদের সম্পর্কে আল্লাহ তায়ালা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তারা সংখ্যায় হবে অসংখ্য, শক্তিশালী এবং ধ্বংসাত্মক। যদি তারা পৃথিবীতে বের হয়ে আসে, তবে মানুষ, সম্পদ, প্রকৃতি—কিছুই আর নিরাপদ থাকবে না। কে বানিয়েছিলেন প্রাচীর? কুরআনে বলা আছে, আল্লাহর একজন বান্দা— যুলকারনাইন —মানুষকে তাদের হাত থেকে বাঁচাতে বিশাল এক প্রাচীর নির্মাণ করেছিলেন। তিনি লোহার পাত ও গলিত তামা দিয়ে পাহাড়ের মাঝখানে এই প্রাচীর তৈরি করেন। সেই প্রাচীর এত শক্তিশালী ছিল যে, ইয়াজুজ-মাজুজরা হাজার বছর চেষ্টা করেও সেটি ভেদ করতে পারেনি। রহস্যময় প্রাচীর কোথায়? অনেক গবেষক বলেন, এটি সম্ভবত মধ্য এশিয়ার কোনো অঞ্চ...

FBI Searches Home of Ex-Trump Adviser John Bolton in Classified Documents Probe.

FBI Searches Home of Ex-Trump Adviser John Bolton in Classified Documents Probe

WASHINGTON — Federal investigators have searched the Maryland residence of John Bolton, who served as national security adviser under former President Donald Trump. The search is connected to an inquiry into the handling of classified materials, according to a person familiar with the matter.


The individual, who spoke to The Associated Press on condition of anonymity because they were not authorized to discuss the case publicly, confirmed the FBI’s involvement.

Representatives for Bolton, as well as the White House, did not immediately respond to requests for comment. An attorney who has previously represented Bolton also declined to comment.

Bolton, who was Trump’s third national security adviser, held the role for 17 months before leaving amid sharp disagreements with the president over U.S. policy toward Iran, Afghanistan, and North Korea.

During Trump’s first term, the administration attempted unsuccessfully to stop publication of Bolton’s memoir, claiming it contained classified information.

Since returning to the presidency earlier this year, Trump has revoked the security clearances of more than 40 former intelligence officials, including Bolton. He also withdrew protective security details for Bolton and two other former administration officials.


Comments

Popular posts from this blog

দোয়া কবুল হওয়ার ৫টি গোপন সময় – নবীজী (সা.) নিজে বলেছেন!

বাংলাদেশের সেরা ৫টি Microjob Site পেমেন্ট বিকাশে।

আপনার স্ক্রল করা সময়টাকেই যদি টাকা হয়ে আসে?